জবিতে প্রশ্ন ফাঁস বিতর্কিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। এরই মধ্যে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত) স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।

‘এ’ ইউনিটে ৭৯৭টি আসনের বিপরীতে ৫৯ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৫ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রাথমিকভাবে পাস করেছেন ১৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। তিন ৯৮৫ জন শিক্ষার্থীর ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে। পাসের হার ২৪.২৮।

শুক্রবার (১৩ অক্টোবর) জবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিলসহ দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারপর থেকেই বিভিন্ন মহল থেকে এই পরীক্ষার প্রশ্ন ফাঁসে অভিযোগের তীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দিকে আসতে থাকে। পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবি ওঠে। এরপর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://jnu.ac.bd/ পাওয়া যাবে।
উল্লেখ্য, জবির বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে।

সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭, ২৩:৪৪
সূর্য শুভ
জবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন