মৎস ও প্রাণীজ সম্পদের মধ্যে ইলিশ বাংলাদেশে অন্যতম। ইলিশ শিল্পকে আরো প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ইলিশ আহরণ, সংরক্ষন ও বিক্রয়ের উপর বিভিন্ন আইন প্রনয়ন করে থাকেন। তারই অংশ হিসেবে প্রতি বছর অক্টোবরের ২ তারিখ থেকে ২২ তারখ পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শুধু তাই নয় এই সময়ের মধ্যে নদীতে যে কান ধরনের জাল ফেলা এবং ছোট বড় যে কোন মাছ ধরা নৌকা নামানো সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ।
এই সময়টা ইলিশ প্রজননের মোক্ষম সময়। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ে। বৈজ্ঞানিক সূত্র মতে একটি মা ইলিশ একসাথে ২৩ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে।
চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, বরিশাল এর উপকূলীয় অঞ্চল গুলোকে ইলিশ প্রজননের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়।
সরেজমিনে সোনাগাজীর উপকূলীয় অঞ্চল গুলোতে গুরে দেখা যায় বড়ফেনী নদী বেষ্টিত এ অঞ্চলে জেলেরা এখন অবসর সময় পার করছেন। মৎস ব্যবসায়ীরাও আপাতত বিশ্রামে কাটাচ্ছেন এই সময়টা। মাছের আড়ৎ গুলোর মধ্যে এখন দেখা যায় কেউ লুডু খেলছে, কেউ কার্ড খেলছে, কেউ বা খোশ গল্পে মেতে উঠেছে চায়ের আড্ডায়। মাঝিরা ব্যস্ত পুরোনো নৌকা মেরামতে। জেলেরা ব্যস্ত ছেড়া জাল বুননের কাজে। কারন কিছুদিন পর আবার কর্মব্যস্ত হয়ে উঠবে এ জেলে পাড়া আবার চঞ্চল হয়ে উঠবে এই ফেনী নদী।
পাঠকের মন্তব্য