বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

  • ঢাকা
  • ১৪ অক্টোবর ২০১৭, ২৩:৫৮
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩৩২১ বার পঠিত
  • মন্তব্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন, “ তোমাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তোমাদের স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। সবার আগে আমাদের ভাল মানুষ হতে হবে। ছাত্র জীবনের প্রধান কর্তব্য লেখাপড়ার পাশাপাশি তোমরা সংগঠনের দায়িত্ব পালন করবে”।

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান এ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের বিজেএসসি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সর্ব সম্মতিক্রমে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সনজিৎ সরকার উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমরান আহমেদ।

বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন, “ তোমাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তোমাদের স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। সবার আগে আমাদের ভাল মানুষ হতে হবে। ছাত্র জীবনের প্রধান কর্তব্য লেখাপড়ার পাশাপাশি তোমরা সংগঠনের দায়িত্ব পালন করবে”।

৯ টি পাবলিক ও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে ৭৮ জন সদস্য নিয়ে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বিজেএসসি সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। একই সঙ্গে ১০ টি বিজেএসসি শাখা সংসদের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং বিজেএসসি ঢাবি সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বিজেএসসি শাখা সংসদের আংশিক কমিটি প্রকাশ করা ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং শাখা সংসদে দায়িত্বপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সর্বশেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ২৩:৫৮
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন