সবুজের আহবানে তালতলীতে বর্ণাঢ্য ‘সবুজ উপকূল’ কর্মসূচি

সবুজের আহবানে তালতলীতে বর্ণাঢ্য ‘সবুজ উপকূল’ কর্মসূচি তালতলী, (বরগুনা):: উপকূলের পড়ুয়াদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে মধ্য-উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি হয়। ১৪ অক্টোবর শনিবার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে সবুজের আহবান নিয়ে বর্নিল শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে। বরগুনা পুলিশ সুপার এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা, সংবাদ লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ, দেয়াল পত্রিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপকূলের পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’। ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক এ কর্মসূচি এবার তৃতীয় বছরে পা রাখলো।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জমাদ্দার, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হাওলাদার, সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন ফরাজী, বন বিভাগের টেংরাগিরি বিট কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রামাণিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বরগুনা শাখার কর্মকর্তা মিজানুর রহমান, মুহা: আ: মোতালিব, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরিক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না। এর পাশাপাশি চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকূলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ্বালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেকজন আলোকিত হতে পারে।

সবুজের আহবানে তালতলীতে বর্ণাঢ্য ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির স্থানীয় সংগঠক ও নিউজটোয়েন্টিফোর-এর বরগুনা জেলা প্রতিনিধি সুমন সিকদার। কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে ভেন্যু বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রিপা আক্তার। অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল ভেন্যু বিদ্যালয়ের নবম শ্রেণীর মহুয়া তন্বী ও রিপা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বিদ্যালয়ের চারপাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বরগুনা জেলায় সবুজ বনায়ন সৃজন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম)-কে সম্মাননা স্মারক দেয়া হয়। আলোকযাত্রা বরগুনা দলের সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিগণ তার হাতে এই সম্মাননা তুলে দেন।

সর্বশেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ২০:০১
মহিউদ্দিন অপু
বরগুনা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন