সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’র ডেভেলপমেন্ট ফুড এইড “নবযাত্রা” প্রকল্পের বাস্তবায়নে এবং সুশীলন “নবযাত্রা”প্রকল্পের সহযোগীতায় আজ শুক্রবার ১৩ অক্টোবর সকাল ৯ টার সময় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
দূর্যোগ সহনশীল আবাস গড়ি-নিরাপদে বাস করি” এ স্লোগানের মধ্যদিয়ে উক্ত র্যালী ও আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। প্রথমে বিশাল এক র্যালী নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বর হয়ে আটুলিয়া নওয়াবেঁকী বাজার প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে শেষ হয়। পরবর্তীতে আটুলিয়া ইউপির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবঃ আবু সালেহ বাবু। তিনি তার বক্তব্যে সর্বস্তরের জনসাধারনকে ‘স্ব স্ব,স্থান থেকে হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে দূর্যোগ মোকাবেলা করার জন্য সকলকে এগিয়ে আসতে বলেন।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশিলন প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ হুমায়ুন গাজী, প্রাক্তন ইউপি সদস্য সেহেলী পারভীন ঝর্ণা প্রমুখ।
আলোচনা শেষে ছবি অঙ্কন প্রতিযোগীদের মধ্যে উপস্থিত অতিথি বৃন্দ পুরষ্কার বিতারন করেন। এসময় সার্বিক অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম।
পাঠকের মন্তব্য