ইচ্ছা আর মনোবলের কাছে বয়স যে কোন বাধাই নয় তাই প্রমান করলেন রাজধানীর মৌচাকের হাজেরা বেগম। মৌচাক বাস স্ট্যান্ড এর ছোট্ট টং দোকানে যে বৃদ্ধা দোকানীকে দেখছেন তিনি হাজেরা বেগম। বয়স ৭২। তবুও সুস্থ্য সবলভাবে কাজ করছেন। বাস থেকে নামা মানুষ জনে চা-পান খায়ানোই তার কাজ।
দুই মেয়ে আর এক ছেলে তার।মেয়েরা সাংসারিক আর ছেলের সাথে দোকানদারি করেন তিনি।এ ববিষয় জানতে চাইলে তিনি বলেন “কাজ করলে ছেলেরও উপকার হয় আর শরীরটাও ভালো থাকে। তাই একটু দোকানদারি করি।”
স্থানীয় সবার কাছে তিনি খুব জনপ্রিয় ও নানী নামে পরিচিত।
পাঠকের মন্তব্য