বরগুনায় বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৭ পালিত

বরগুনায় বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৭ পালিত।
বরগুনায় বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৭ পালিত।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের ধারাবাহিকতায় বরগুনায় বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৭ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ অক্টোবর বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের উপস্থিতিতে নানাধরনের কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল ৯.০০ টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানব বন্ধন পালন করা হয়। মানব বন্ধনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বরগুনার জেলাশাসক মোঃ মোখলেছুর রহমান।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কার্মসূচী গ্রহণের মাধ্যমে বরগুনা জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত প্রদান করেন এবং মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান, জিএম আবদুস সালাম, চিত্ত রঞ্জন শীল, মোঃ মনির হোসেন কামাল, হোসনেয়ারা চম্পা, মেহেরুন্নেসা মুন্নি প্রমুখ ।

সর্বশেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ২০:১৪
মহিউদ্দিন অপু
বরগুনা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন