জামায়াতের ডাকা বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এদিকে এ হরতালে রাবিতে কোন প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলেছে স্বাভাবিক নিয়মে। এছাড়া যথারীতি বিশ্ববিদ্যালয়ের বাস চলছে সব রুটে।
ক্যাম্পাসের সার্বিক অবস্থার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসে হরতালের বিন্দুমাত্র কোন প্রভাব পড়েনি। ক্লাস-পরীক্ষাসহ সবকিছুই স্বাভাবিক ছিল, বাসগুলোও চলাচল করেছে রুটিন অনুযায়ী বিভিন্ন রুটে।’
রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ গ্রহণ করে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন জামায়াত-শিবির ও কুচক্রী মহল দেশকে পেছনে ফেলার ষড়যন্ত্র করছে। তারা হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশ ছাত্রলীগ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে।’
হরতালবিরোধী বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হবিবুল্লাহ নিক্সন, মাহফুজ আল আমিন, কাজী আমিনুল হক লিংকন, মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, চঞ্চল কুমার অর্ক, ইমতিয়াজ আহমেদ, দফতর সম্পাদক আবুল বাশার আহম্মেদ সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।