জাবির ডি ইউনিটের ফল প্রকাশ, সি ও সি-১ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • ঢাকা
  • ১২ অক্টোবর ২০১৭, ১৯:০৫
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৪৩৬ বার পঠিত
  • মন্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩৬৭ আসনের বিপরীতে প্রায় ৭৭৭২৮জন পরীক্ষার্থী দু’দিনে ১০টি শিফটে অংশ নেন। ‘ডি’ ইউনিটে ১৮৪টি ছেলে ও ১৮৩টি মেয়ে (মোট ৩৬৭টি) আসনের দশগুন হিসেবে ফল প্রকাশ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার হরতালের মধ্যেও জাবির সি ও সি-১ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে যমজ দুই ভাইকে প্রক্সি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত তাদের শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ফলাফল বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট https://ju-admission.org পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

সর্বশেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ১৯:০৫
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন