রাবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত রুরু কার্যালয়ের সামনে ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা । উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিনস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় ডিনস কমপ্লেক্সে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি ফজলে হাসান বাদশা এমপি। এতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুন খান।

এরপর বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় ‘জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান ও রাজশাহীর গণমাধ্যম’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

একই স্থানে বেলা সাড়ে ১টায় বিশেষ সম্মাননা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সুন্দরবনের জলদস্যুদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রতিবেদন ও আত্মসমর্পণের উদ্যোক্তা মোহসীন-উল-হাকিমকে বিশেষ সম্মাননা প্রদান করেন বাংলা সাহিত্যের পুরোধা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

এরপর মধ্যাহ্ণ বিরতীর পর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ২৩:২৫
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন