লক্ষ্মীপুরে ১০ দোকানে আগুনে ২কোটি টাকার ক্ষতি

হাজিরহাট বাজারে আগুন।
হাজিরহাট বাজারে আগুন।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে রামগতি ও লক্ষ্মীপুরের পৃথক দুটি ফায়ার সার্ভিস ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলোঃ-ওহাব বস্ত্রলয়, তামিম বস্ত্রালয়, মা কলি বস্ত্রালয়, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, মদিনা ক্লথ স্টোর, বিছমিল্লাহ ক্লথ স্টোর, ইসমাইল ক্লথ স্টোর, ও আলী আযম ড্রাগিস্ট।

বাজারের ব্যবসায়ী মেসার্স ফারুক হার্ডওয়্যারের সত্বাধিকারী মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আগুন অস্বাভাবিকভাবে দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শুধু আগুন জ্বলেনি, জ্বলেছে আমাদের হৃদয়ও। আগুন লেগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সবাই এখন নিঃস্ব।”

সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ১০:৩৮
জুনাইদ আল হাবিব
লক্ষ্মীপুর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন