সিরিয়ার লড়াইয়ে গত বছর প্রাণ হারিয়েছে ৬৫০ শিশু

জাতিসংঘ সিরিয়ার যুদ্ধে আটকে পড়া শিশুদের ওপর নতুন তথ্য প্রকাশ করে বলছে, এই শিশুদের জন্য ২০১৬ সাল সবচেয়ে প্রাণঘাতী বছর।

জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের হিসেব অনুযায়ী, গত বছর সিরিয়ার লড়াইয়ে সাড়ে ছয়শোরও বেশি শিশু নিহত হয়েছে।

চলতি সপ্তাহ ছিল সিরিয়াতে গণঅভ্যুত্থানের ৬ষ্ঠ বার্ষিকী। একে কেন্দ্র করেই সে দেশে শুরু হয় গৃহযুদ্ধ।

ইউনিসেফ বলছে, যে সাড়ে ৬০০ শিশু যুদ্ধে মারা যায়, তাদের এক তৃতীয়াংশ অর্থাৎ ২৫০ শিশু প্রাণ হারায় তাদের স্কুলের ভেতর বা তার আশেপাশে।

এই শিশুদের বাইরে লড়াইয়ের মধ্যে আটকা পড়ে নানা ধরনের রোগে ভুগে এবং বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছে আরো শত শত শিশু।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০১৭, ০৩:২২
বিবিসি বাংলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন