লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পরীক্ষাসহ বিভিন্ন ফলাফল প্রকাশের সুবিধার্থে কলেজ প্রশাসন প্রযুক্তির এক নতুন দুয়ার উন্মোচন করেছে। তৈরি করেছেন বিশেষ সফটওয়্যার, যা কলেজের অভ্যন্তরীণ ফলাফল প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ফলাফল প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেন। তারা হলেন, কলেজের সিনিয়র শিক্ষক আই.সি.টি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাহারুল হক, অর্থনীতি বিভাগের মোয়াজ্জেম সিদ্দিকী এবং ইসলামিক ইস্টাডিজ বিভাগের শরিফ হোসাইন।
সম্প্রতি কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ওয়েব সাইটের বিশেষ সফটওয়্যারটির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে তিনি একুশ শতককে বলেন, “কলেজের শিক্ষার মানোন্নয়নে কলেজ প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি তারই প্রতিফলন। শিক্ষার্থীরা যাতে খুব সহজেই তাদের পরীক্ষার ফলাফল ঘরে বসেই, খুব অল্প সময়ের মধ্যে জানতে পারে সেজন্য আমার শিক্ষকদের এমন প্রয়াস।”
তিনি আরো বলেন, “এটি এখন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ক্রমান্বয়ে এটি সকল শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল প্রকাশে
অগ্রণী ভূমিকা রাখবে।”
ফলাফল জানতে চাইলে ভিজিট কলেজের শিক্ষার্থীরা ভিজিট করতে পারবেন ওয়েবটিতে: www.laxmipurgovtcollege.edu.bd/e-result/mobile/
পাঠকের মন্তব্য