জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও ‘আই’ ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ দুটি ইউনিটের ফল প্রকাশ করা হয়।
এ ইউনিটে ছেলেদের ২৩৮টি আসনের বিপরীতে দুই হাজার ৩৯৫ জনের এবং মেয়েদের ১৯৭টি আসনের বিপরীতে এক হাজার ৯৭০ জনের ফল প্রকাশ করা হয়। ‘আই’ ইউনিটে ছেলেদের ১৫টি আসনের বিপরীতে ১৫০ ও মেয়েদের ১৫টি আসনের বিপরীতে ১৫০ জনের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান) অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সম্পন্ন হবে। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে কোনো জালিয়াতির অভিযোগ পাওয়া যায় নি।
পাঠকের মন্তব্য