বেরোবির সাথে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবির সাথে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি” বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর (ইবিএইউবি) সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার, দুপুরে ইবিএইউবি ক্যাম্পাসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর (ইবিএইউবি) পক্ষ থেকে উপাচার্য প্রফেসর এ.বি.এম রাশেদুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান এবং পুলিশ সুপার টি. এম. মোজাহিদুল ইসলাম। উল্লেখ্য এই সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন ও যৌথ উদ্যোগে গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।”

সর্বশেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭, ২১:১১
জগৎপতি বর্মা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন