জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার হতে শুরু হবে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন জালিয়াতি চক্র ও অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির আওতায় আনতে এ বছরই প্রথম বিশ্ববিদ্যালয়ে থাকছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ৯টায় গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের অধীনে ২ হাজার ৬শ আসনের বিপরীতে ২ লাখ ৯৫ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শিফটে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত জালিয়াতি চক্র সক্রিয় হয়ে ওঠে। কিন্তু তাদের ধরা হলেও শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় না। তাই জালিয়াতি চক্র ও অপরাধীদের শাস্তির আওতায় আনতে এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাঠকের মন্তব্য