রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থ্রিডি প্রিন্টিং টেকনোলজি (ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি) বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর মামুন-উর রশীদ খন্দকার।
দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর দীপঙ্কর দাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কর্মশালার আহ্বায়ক ড. মো. হাসনাত কবীর। তিনি সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপনও করেন। বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহীম কর্মশালাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন।