রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ৬ অক্টোবর

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু।
রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিস্যাব মান ২০১৭। ইউনাইটেড নেশন্স ইয়ুথ এন্ড স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বাংলদেশ রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে অনুষ্ঠানটি হবে আগামী ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিস্যাব মান ২০১৭’র আন্ডার সেক্রেটারি জেনারেল অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স কাজী সালেহউদ্দীন মুহাম্মাদ শোভন।

এবারের অনুষ্ঠানটি হবে ‘উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তায় টেকশই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে যুব সমাজের অবদান’ এই প্রতিপাদ্যে ।

লিখিত বক্তব্যে মুহাম্মাদ শোভন বলেন, চার দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনিস্যাব মান ২০১৭’র উদ্বোধন করবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবির উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

সম্মেলনগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ৮টি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা ৮টি ভিন্ন ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটির সেশন শুরু হয়ে চলবে বেলা ৫টা পর্যন্ত। কমিটির সেশন কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিস্যাব বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিস্যাব মান ২০১৭ এর ডিরেক্টর জেনারেল নাঈম রহমান, আন্ডার সেকরেটারি জেনারেল অব ব্রান্ডিং অ্যান্ড ডকুমেন্টশেন মৌসুমি কবির, আন্ডার সেক্রেটারি জেনারেল অব ডেলিগেট রিলেশন মোহাইমিনুর জোয়ারদার প্রমুখ।

সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর ২০১৭, ২২:০১
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন