ধানমন্ডিতে রাস্তা খোঁড়াখুঁড়ি, জনদুর্ভোগ চরমে

ধানমন্ডিতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
ধানমন্ডিতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে অবস্থিত ৮/১নম্বর সড়ক (পুরাতন ১৫ নম্বর সড়ক) খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ধানমন্ডির ১৫ নম্বর মূল সড়কটি ওয়াসা খোঁড়াখুঁড়ি শুরু করেছে।  এতে দুর্ভোগে পড়ছে ধানমন্ডি ১৫ থেকে স্টাফ কোয়াটার, মিতালী রোড় এবং রায়ের বাজার যাতায়াতকারী পথচারীরা। সড়কটি এমন ভাবে খনন করেছে মানুষের যাতায়াতের কোন জায়গা নেই। মূল সড়কের দুই পাশে মাটি এমন ভাবে ফেলে রাখা হয়েছে অল্প বৃষ্টিতে কাঁদা এবং পানি জমে যাচেছ।

ধানমন্ডির একটি বেসরকারী ব্যাংকে চাকুরী করেন আবদুর রহিম কাজল। তিনি প্রতিদিন এ পথেই যাতায়াত করেন। আবদুর রহিম কাজল একুশ শতককে বলেন  ‘রাস্তার মধ্য বড় বড় গর্ত, পাশ দিয়ে হঁটে প্রচন্ড ভয় করে কারন কখন আবার গর্তে পড়ি। তবু সময় বাঁচাতে ঝুকিঁ নিয়ে রাস্তা পার হতে হয়।’

পশ্চিম ধানমন্ডির বাসিন্দা ফাহাদ শোভন। তিনি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বলেন,  ‘আগে ১৫ নাম্বার মূল সড়কে রিকশা থাকতো, কিন্তুু রাস্তার কাজ খনন শুরু করার ফলে কাঁদা দিয়ে হেঁটে এসে রিকশা নিতে হয় এবং রিকশা ভাড়া ও দ্বিগুন দিতে হচেছ।’

যাদের ব্যক্তি গত গাড়ী আছে তাদের অনেকে বের করেন না। আবার অনেকে আলাদা গ্যারেজ ভাড়া করে বা কোন আত্মীয় স্বজনের বাসায় রেখে আসেন। ১৫ নাম্বারের কিছু ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় ব্যবসা বানিজ্য ভালো না, লোকজন এই কাদা দিয়ে আসতে ভয় পায়। আর কিছু কিছু দোকান বন্ধ করে রাখা হয়েছে, কারণ দোকানের সামনে কাঁদায় ভরা । সাকিব নামে এক ব্যক্তি জানান, আগের বাসার ময়লা আবর্জনা আর চারপাশের দূর্গন্ধে ভরে গেছে। কারণ রাস্তা খোঁড়ার কারণে ময়লার গাড়ি আসে না।

দ্রুত রাস্তা মেরামত করে জনদুর্ভোগ দূর করবে কতৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

সর্বশেষ আপডেট: ৩ অক্টোবর ২০১৭, ২৩:২২
নাইম প্রধান
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন