জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (২ অক্টোবর) বিকালে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ এর নেতৃত্বে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ভবনে এ সাক্ষাত করেন। এ সৌজন্য সাক্ষাতে বিজেএসসির ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন।
পাঠকের মন্তব্য