প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের প্রতি জেলেপল্লীর কোমলমতি শিশুদের আগ্রহ সৃষ্টি ও অর্থাভাবে ঝরে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের মুখে হাসি’। আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কিল্লারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মদ রায়হান রশীদ অভির সভাপতিত্বে এবং এবং সাইয়েদুজ্জামান রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন শেখ।বিশেষ অতিথি মানুষের মুখে হাসি’র প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া রাহাত,নোয়াখালী কমেডি ক্লাবের ইমাম উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
প্রধান অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন শেখ তার বক্তব্যে বলেন, ইতোপূর্বে অশ্বদিয়ার মত অবহেলিত এলাকায় এ ধরনের কোন অনুষ্ঠান হয়েছে কিনা তা আমার জানা নেই। আমার কাছে খুবই ভাল লেগেছে নোয়াখালী সদর উপজেলায় কিছু তরুন সমাজ যেভাবে সুবিধাবঞ্চিত ছাত্রদের পাশে এসে দাড়িয়েছে সেভাবে যারা এ শিক্ষা উপকরন গ্রহন করবে তারা তাদের এ উদ্দীপনাকে হৃদয়ে জাগ্রত করে আগামী দিনের পথ চলাতে এক ধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে মানুষের মুখে হাসি’র পক্ষ থেকে কিল্লার হাট ও লালানগর গ্রামের জেলেপল্লীর প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষা উপকরন বিতরন করা হয়।
পাঠকের মন্তব্য