মানবতার ডা‌কে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়

“মানবতার ডা‌কে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে ১০০০ ‌রো‌হিঙ্গা প‌রিবারকে পুর্ণাঙ্গ সহায়তা (নিত্য নৈ‌মি‌ত্তিক জি‌নিসপত্র ও ‌শিশু খাদ্যসহ বি‌ভিন্ন সামগ্রী) দে‌বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে আজ (২৬ সেপ্টেম্বর-২০১৭, মঙ্গলবার) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া-এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং ৫০ হাজার টাকা চেক হস্তান্তর করেন।

এসময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামানসহ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর ‘১২তম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন উপলক্ষে গঠিত কমিটির গত ১৮ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় দিবসে অনুষ্ঠানের আড়ম্বরতা পরিহার করে উক্ত অর্থ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতোঃপূর্বে, বন্যার্তদের সাহায্যার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)শিক্ষকদের এক দিনের মূল বেতন থেকে ৮ লআখ ১৭ হাজার টাকার চেক প্রধান্মন্ত্রীর ত্রাণ তহবিলএ জমা দেন । গত ৩০ আগস্ট বুধবার বেলা ১১ টায় জবির ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চেক হস্তান্তর করেন ।

সর্বশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৩
সূর্য শুভ
জবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন