জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৮ অক্টোবর, প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬০ শিক্ষার্থী

  • ঢাকা
  • ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৩
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৩১৩ বার পঠিত
  • মন্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ অক্টোবর। এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬০ জন পরীক্ষার্থী। মেধা তালিকায় ১৯৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহনের আবেদন করেছে তিন লাখ ১৭ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ৮ অক্টোবর রবিবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ “A ইউনিট” এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় দিন ৯ অক্টোবর “A ইউনিট” ও “I ইউনিটের” বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর “D ইউনিটের” জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা যথাক্রমে ১০ ও ১১ অক্টোবর, কলা ও মানবিকী অনুষদ “C ইউনিটের” এবং C1 এর নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর ।

“B ইউনিট” সমাজ বিজ্ঞান অনুষদ ও “G ইউনিট” ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর “E ইউনিটের” বিজনেস স্টাডিজ অনুষদ এবং “H ইউনিেেটর” ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা হবে।

সর্বশেষ ১৭ অক্টোবর “F ইউনিটের” আইন অনুষদের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে।
প্রতিদিন ছয় শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল নয়টায় শুরু হবে এবং বিকাল পাঁচটায় পরীক্ষা শেষ হবে। প্রবেশপত্র তোলা যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অনুষদ ভিত্তিক পরীক্ষায় “A ইউনিট” গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে আবেদন করেছে ৬৫,৮৭৭ জন পরীক্ষার্থী। “B ইউনিট” সমাজ বিজ্ঞান অনুষদে ২৭,২৫৩ জন, কলা ও মানবিকী অনুষদ “C ইউনিট” এবং C1 এর নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের জন্য আবেদন পড়েছে যথাক্রমে ৩৮,১৯৫ জন ও ৫০৯৬ জন পরীক্ষার্থী।

“D ইউনিট” জীববিজ্ঞান অনুষদে ৭৭,২৮১ জন, “E ইউনিট” বিজনেস স্টাডিজ অনুষদে ১৮,৭৭৪ জন, “F ইউনিট” আইন অনুষদে ২৫,৬২৩ জন, “F ইউনিট” ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এ ১০,৪৮৩ জন ও “H ইউনিট” ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ২১,৭৯০ জন পরীক্ষার্র্থী। এছাড়া সদ্য শুরু হওয়া “I ইউনিট” বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে ৫,৪৬৫ জন।

প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কে এম আক্কাস আলী বলেন, “ আইআইটি কর্তৃক ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ নির্ভুল ও সফলভাবে সম্পন্ন হতে চলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত সহায়তা দিতে পেরে আমি এবং আমার টিমের সবাই আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সংক্রান্ত সহযোগিতা করতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) সচেষ্ট।”

সর্বশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫১
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন