রোহিঙ্গা শরণার্থী আসার সংখ্যা কমেছে: জাতিসংঘ

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, শরণার্থী আসা কমে গেছে।DOMINIQUE FAGET/AFP
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, শরণার্থী আসা কমে গেছে।
বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয় রকমে কমে গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এমের একজন মুখপাত্র বলেছেন, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসে নি।

তিনি বলেন, তবে ওই মুখপাত্র বলেছেন, সীমান্ত এলাকার কাছে মাঠ পর্যায়ে তাদের যে দলগুলো কাজ করছে, তারা পালিয়ে আসা লোকের সংখ্যা নিশ্চিতভাবেই কমেছে বলে খবর দিচ্ছে।

বিবিসির সংবাদদাতা জিল ম্যাকগিভারিং বলছেন, এর সাথে বাংলাদেশের কোস্টগার্ডদের বক্তব্যের মিল রয়েছে - যারা বলছে গত কয়েকদিনে তারা নদী পার হয়ে কোন নৌকা আসতে দেখে নি।

রোববার প্রকাশ করা ‘ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ’-এর এক বিজ্ঞপ্তিতেও বলা হয় গত দু দিনে সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে বলে খবর পাওয়া গেছে। এতে বলা হয়, অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার।

অন্যদিকে মিয়ানমারে কর্মরত একটি ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যা্ন্ড বলেছেন, যে সব দেশ বর্মী সেনাবাহিনীকে সমর্থন দেয় তাদের উচিত রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য তাদের প্রভাবকে কাজে লাগানো।

তিনি বলেন, এ সমর্থনকে মানবাধিকার লংঘনের কাজে ব্যবহার করা চলে না।

মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রামগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে তাতে সেখানে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চলছে বলে অভিযোগও উঠেছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ‘বিশাল পরিমাণে’ আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

শরণার্থী সংক্রান্ত জাতিসংঘের হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি কক্সবাজারের শরণার্থী সংস্থা বলেছেন, এ এক বিরাট চ্যালেঞ্জ।

সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১
বিবিসি বাংলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন