রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্যকলা বিভাগের বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিরাজী ভবনে বিভাগের থিয়েটার ল্যাবে এই আয়োজনের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সেক্রেটারি-২ এ কে মিশ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফোমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও নাট্যব্যক্তিত্ব রহমত আলী, নাট্যব্যক্তিত্ব বজলুর রহমান বাদল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন নাট্যকার মুনীর চৌধুরীর ‘মহারাজ’ নাটকটি জাকিরুল ইসলামের নির্দেশনায় মঞ্চস্থ হয়। চার দিনব্যাপী এই আয়োজনে বিভাগের এমপিএ শ্রেণির শিক্ষার্থীদের নির্দেশনা ও প্রযোজনায় চারটি নাটক মঞ্চস্থ হবে।
পাঠকের মন্তব্য