আমাকে চিনতে পেরেছেন ?

বাংলাদেশে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা বালিকা।KM ASAD/AFP/GETTY IMAGES
বাংলাদেশে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা বালিকা।

আমাকে চিনতে পেরেছেন?

আমি আরাকান থেকে আগত এক ক্লান্ত পথিক।

যার কপালে লেগে আছে রোহিঙ্গা নামক অভিশাপ,
চোখে মুখে লেগে আছে –মৃত্যূর কাল ছাপ।
আমি সেই রোহিঙ্গা বলছি।

আমার জন্ম কোন জঙ্গলের ধারে কিংবা ধানের ক্ষেতে ,
আমার নাড়ীটা ছেড়া হয়েছে হাত দিয়ে টেনে !
সন্তান প্রসব করে আমার মাকে,
ক্ষত-বিক্ষত শরীর নিয়ে ছুটতে হয়েছে প্রান বাচানোর দায়ে।
আমি আরাকান বাসী , আমি রোহিঙ্গা ।
আমাদের জন্মই হয় অন্যায় ভাবে মরে যাবার জন্যে।
আমাকে চিনতে পেরেছেন ?

চিনতে পেরেছেন ,
যাদের শেষ সম্বল টুকুও লুট করা হয় ঝড়ের মত,
যাদের বাড়ীগুলো পুরিয়ে দেয়া হয় দাবানলের মত,
যাদের রক্তে তৃষ্ণা মেটে, কারো কারো!
আমি সেই বাস্তু হারা রোহিঙ্গা বলছি ,
আমাকে চিনতে পেরেছেন ?

আমি, কোন এক নদীর ধারে-
কাদামাটিতে মুখ থুব্রে পরে থাকা আমি এক মৃত-শিশু,
জঙ্গলের পাশে পরে থাকা তরুনীটি আমার বোন ,
বাড়ীর আঙ্গিনায় পরে থাকা
মুন্ড কাটা লোকটি আমার বাবা ।
আমি আরাকান বাসী, আমি রোহিঙ্গা।
আমাকে চিনতে পেরেছেন ?

আমাকে চিনতে পেরেছেন ?
আমাদের পেটে অন্নের পরিবর্তে ঢুকে যায় স্ব-দেশের বুলেট,
আমাদের পিঠের চামড়া তুলে নেয়া হয় প্রানবন্ত দেহ থেকে,
দেশের মাটিতে আমাদের মৃত্যূ নিশ্চিত করতে,
সীমান্তে রাখা হয় মাইন পুতে।
আমি সেই হতভাগা রোহিঙ্গা বলছি ,
আমাকে চিনতে পেরেছেন ?

আমাদের মৃত্যূ কারো হৃদয়কে পারেনি কাপাতে,
আমাদের মৃত্যূতে বিশ্ব-বিবেক থাকে ঘুমিয়ে,
আমাদের মৃত্যূতে, মৃত্যূরাই আসে এগিয়ে !!
আমি আরাকান বাসী , আমি রোহিঙ্গা।
আমাকে চিনতে পেরেছেন ??

সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন