বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় বিপ্লবী পার্টির বিক্ষোভ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় বিপ্লবী পার্টির বিক্ষোভ।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় বিপ্লবী পার্টির বিক্ষোভ।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় বিপ্লবী পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ সেপ্টেম্বর ২০১৭) শনিবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনেেএই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। একদিকে অকাল বন্যায় হাওর অঞ্চলের কৃষকদের সীমাহীন দুর্ভোগ, বন্যায় উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষের মধ্যে হাহাকার, দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে। এই অবস্থায় সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে ষড়যন্ত্র করছে, এতে লুটপাটকারীদের সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ করে দিচ্ছে। তাই সাধারণ জনগণের স্বার্থ বিবেচনা করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়।

মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার না করলে আগামী ১০ অক্টোবর সাধারণ জনগণকে সাথে নিয়ে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষনা দিয়েছে জাতীয় বিপ্লবী পার্টি।

সর্বশেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০১
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন