মিয়ানমারের আরাকানে চলমান সহিংসতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হয়ে। ২২ সেপ্টেম্বর, শুক্রবার তোরাবগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে মিয়ানমারের সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করে মুসল্লিরা। বিক্ষোভে ঢল নামে বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া হাজার হাজার মুসল্লিদের। এসময় বিক্ষোভরত মুসল্লিরা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের ঢাকা-রামগতি মহাসড়ক ও বাজার বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে ক্ষুদ্ধ বিক্ষোভকারী মুসল্লিগণ পথ সভায় মিলিত হয়। এতে, মাওলানা ইব্রাহিম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সমাজ সেবক আবদুজ্জাহের ভুঁইয়া, আশ্রাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মমিন উল্লাহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছি নির্যাতিত রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর পাশে দাঁড়ান। খুনি অং সান সূচির ফাঁসি ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিন।’
এসময় বক্তারা আরো বলেন, মুসলিম রোহিঙ্গা শরনার্থীরা আমাদের ভাই। ওদের জন্য আমরা বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। আসুন আমরা ওদের পাশে দাঁড়াই। ওদের ত্রাণ ও পুর্ণবাসনে আমরা বিশেষ সহযোগিতা করি। তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহসিন রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা বিক্ষোভ মিছিলের শেষ করেন।
পাঠকের মন্তব্য