জাবিতে তথ্য অধিকার আইন ২০০৯ এর জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • ঢাকা
  • ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৫
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ১৮১৭ বার পঠিত
  • মন্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার রুমে বুধবার সকাল সাড়ে এগারটায় তথ্য অধিকার আইন ২০০৯ এর জনঅবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, “আমাদের যেমন তথ্য জানার অধিকার আছে, তেমনি আমরাও তথ্য দিতে বাধ্য”।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তথ্য অধিকার আইন ২০০৯ এর অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আক্তার।

বাংলাদেশ তথ্য কমিশন, জাবি ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং সরকার ও রাজনীতি বিভাগ যৌথভাবে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অবহিতকরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৫
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন