ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি ইন্টারনেটে ভুয়া খবর এবং ডেটা বা উপাত্তের অপব্যবহার রোধ নতুন একটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন।
ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক খোলা চিঠিতে ইন্টারনেট যেভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান, তার পরিকল্পনা মতে আগামী পাঁচ বছরের মধ্যেই এসব অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
স্যার টিম বলেন, প্রথম যে লড়াই তিনি শুরু করতে চান, তা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, বাক স্বাধীনতার ওপর যার নেতিবাচক প্রভাব খুবই ভয়ের ব্যাপার।
স্যার টিম ১৯৯১ সালে ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট তৈরি করেন।
ব্রিটেনের এই কম্পিউটার বিজ্ঞানী বলেন, তিনি চান ওয়েব-বিশ্বে সবাই যেন সমান অধিকার ভোগ করেন।
কোন্ তথ্য ব্যবহার করা যাবে সাধারণ মানুষ সেটা ইন্টারনেট কোম্পানিকে বলতে পারেন না।
ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সরকারি নজরদারির মাত্রা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
পাঠকের মন্তব্য