রোহিঙ্গা নির্মূলের প্রতিবাদে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

  • ঢাকা
  • ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩০৬৪ বার পঠিত
  • মন্তব্য

রোহিঙ্গাদের উপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে রবিবার জাবি শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন ” একটি নবজাতক কখনোই সন্ত্রাসী হতে পারেনা, একজন বৃদ্ধ ভারবাহক ও সন্ত্রাসী হতে পারেনা।”

এসময় বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা বজায় রাখায় সরকারকে ধন্যবাদ জানান জাবি শিক্ষক সমিতির সহ সভাপতি প্রফেসর ড. হাফিজুর রহমান। মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ।
মানববন্ধনে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, সহযোগী অধ্যাপক বশির আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সকলেই মিয়ানমারে চলমান বর্বরোচিত ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান।

সর্বশেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন