খুলনার পাইকগাছায় ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত

  • খুলনা
  • ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৩
  • ছাইফুল ইসলাম মাছুম
  • ৩৯৯৮ বার পঠিত
  • মন্তব্য

পাইকগাছা, খুলনা, ১৪ সেপ্টেম্বর ২০১৭ ॥ উৎসবমূখর পরিবেশে খুলনার প্রান্তিক জনপদ পাইকগাছার গদাইপুরে অনুষ্ঠিত হলো ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি। বুধবার (১৪ সেপ্টেম্বর) শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানে উপকূলের পড়–য়াদের প্রতি সবুজ সুরক্ষার আহবান জানান বিশিষ্টজনেরা।

কর্মসূচির আওতায় ছিল রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘এসো সবুজের আহ্বানে, গড়ি সবুজ উপকূল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের একদল পড়–য়া পরিবেশ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করে। বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র বিশেষ সংখ্যা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট স. ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, পাইকগাছার ডি-সার্কেলের সিনিয়র এএসপি মো. ইব্রাহিম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এইচ এম সাকিল আহমেদ, কপিলমুনি শাখার ব্যবস্থাপক মো. জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জলি রানী শীল।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূল সুরক্ষায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপকূল অঞ্চল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছ্বাস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এইসব কারণে আজকের পড়–য়ারা ঝুঁকির মুখে আছে। শিক্ষা ক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এইসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে। পরিবেশ ও ব্যাপারে সচেতন হতে হবে। লেখালেখির মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক তথ্য আহরণের পাশাপাশি সচেতন হয়ে উঠতে পারে।

অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল আয়োজক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ও সঙ্গীতা রানী। সূচনা বক্তব্য তুলে ধরেন সবুজ উপকূল কর্মসূচির স্থানীয় সংগঠক ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। এরআগে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে বিদ্যালয়ের দশম শ্রেণীর ময়ূরী ঘোষ ও তূর্ণা সরকার।

সর্বশেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৩
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন