বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি) এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এ সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের বিজেএসসি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মাসিক সাধারণ সভা শেষে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:
১. কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং অনুষ্ঠানের আয়োজন করা।
২. বিজেএসসির আওতাভুক্ত ১৪ টি বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে ক্যাম্পাস কমিটির অনুমোদন দেওয়া।
৩. মাসিক সাধারণ সভা অব্যাহত রাখা এবং বিভিন্ন ক্যাম্পাসে এ মাসিক সভার আয়োজন করা।
বিজেএসসির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। আলোচনা সভায় বিজেএসসি কেন্দ্রীয় এবং শাখা কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য