জাবিতে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

  • ঢাকা
  • ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৭
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৯৪৮ বার পঠিত
  • মন্তব্য
জাবিতে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন
জাবিতে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

মায়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত দমন-নিপিড়ন বন্ধের দাবীতে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়ে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। ১৪ ই সেপ্টেম্বর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশে এই প্রতিবাদী মান্ধববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ফ্রন্টের সংগঠক নিশাত তাসনিম (জু্ঁই) এর সঞ্চলনায় বক্তব্য রাখেন পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য মোহাম্মদ দিদার, আবু সাইদ, আব্দুল মান্নান প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক। সমাবেশের সভাপতি তার বক্তব্যে বলেন- ” মায়ানমায় রোহিঙ্গা গণহত্যাকে আমরা ধর্মীয় দমন হিসাবে দেখিনা, এইখানে শুধু মুসলমান নয়, হিন্দু-খ্রীষ্টানদেরকেও নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর পিছনে অর্থনীতি, ক্ষমতার রাজনীতি এবং ভূ- রাজনীতিসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থ জড়িত আছে। আমরা দাবী জানাচ্ছি অবিলম্বে বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে এসে রোহিঙ্গা সমস্যার সমাধান করুক।”

ছাত্র ফ্রন্টের পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন- ” রোহিঙ্গা নিপিড়ন আজ নতুন নয়, যখন মায়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করলো ঠিক সেই মূহুর্তেই বাংলাদেশ সরকারের উচিত ছিলো তাদের পরিকল্পনা নির্ধারণ করা।” সদস্য মোহাম্মদ দিদার বলেন- ” রোহিঙ্গারা এই বিশ্বে জন্মগ্রহণ করেও তারা থাকার জায়গা পাচ্ছেনা, এই পুঁজিবাদী ও ক্ষমতার লড়াইয়ের বিশ্বে এইটাই হওয়া অনিবার্য ছিলো, আমরা মায়নমার সরকারের কর্মকান্ডকে তীব্র নিন্দা জানাচ্ছি”। সমাবেশে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা সমস্যার দ্রুত ও কার্যকরি সমাধানের দাবী জানায়।

সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৭
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন