ইদানিংকালে আমাদের দেশে অনলাইন মিডিয়ার ক্ষেত্রে নামের সাথে “নিউজ” এবং “টুয়েন্টিফোর” যুক্ত করার ব্যাপক হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। অনেকের বদ্ধমুল বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে যে, অনলাইন পত্রিকার নামের সাথে টুয়েন্টিফোর যুক্ত না করলে এটা পত্রিকা হিসেবে মনে হয়না। আমরা তথাকথিত এই হিড়িক আর উদ্ভ্রান্ত চিন্তায় প্রভাবিত নই।
“একুশ শতক” নামকরনের অন্তরালে
আমাদের বর্তমান শতাব্দীকে বলা হয় একবিংশ শতাব্দী অর্থাৎ “একুশ শতক”। আমাদের বিশ্বাস এই শতক হবে বিশ্বের বুকে বাঙ্গালীর উত্থানের শতক, বাঙ্গালীর জেগে ওঠার শতক। বাংলাদেশের মানুষ আত্নপ্রচেষ্টায়, নিরলস শ্রম আর অধ্যবসায় দিয়ে প্রতিনিয়ত সম্ভাবনা আর সম্মানের দিকে এগিয়ে যাচ্ছে। খেলা, গবেষনা আর উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ক্ষেত্রে অঙ্কিত আর অলঙ্কৃত হচ্ছে বাংলাদেশীদের নাম।
আমরা বিশ্বাস করি, এই শতাব্দী হবে আমাদের শতাব্দী, বাঙ্গালীর শতাব্দী। এই বিশ্বাসে অনুপ্রানিত হয়ে আমাদের অনলাইন মিডিয়ার নাম রেখেছি “একুশ শতক”।
আমাদের ডিজাইন, প্রযুক্তি, সংবাদ সংগ্রহ আর পরিবেশনা পদ্ধতি প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আধুনিকতা আর বিশ্বমানের ছোঁয়া দিতে।
আপনাদের শুভকামনা, সমালোচনা আর মতামত আমাদের পথচলাকে অনুপ্রাণিত করবে। আপনার প্রকাশিত কিংবা অপ্রকাশিত মূল্যবান লেখাটি আমাদেরকে পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা: write@ekushshotok.com
ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন: http://facebook.com/EkushShotok
পাঠকের মন্তব্য