সফলতার সাথে শেষ হলো কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটি এর উদ্দোগ্যে আয়োজিত বন্যার্তদের ত্রান বিতরন কর্মসূচী। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার প্রায় দু শতাধিক পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়। শনিবার (০৯ সেম্টেম্বর) সকাল১১টায় মানিকগঞ্জ ডাক বাংলো তে ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান শামিমা আক্তার চায়না, হরিরামপুর থানার তদন্ত অফিসার মোঃ ফারুক আহমেদ, ভাওয়ারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউসার প্রমুখ।
ত্রান সামগ্রির মধ্যে ছিলো : নগদ ৫০০ টাকা, ৪ কেজি চাল, মুড়ি, চিড়া, বিস্কিট, ১ বক্স করে স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ঔষধ ।
কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব শাহিন আহমেদ একুশ শতককে বলেন, সমাজের বিত্তবানরা যদি বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় তা হলে পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষদের সহযোগিতা করা। এছাড়া জনাব শাহিন আহমেদ কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির ত্রান বিতরন কর্মসূচিতে সার্বিক ভাবে সহযোগিতা করেন।
পাঠকের মন্তব্য