স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর বলেছেন, “ভোটবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতা আকড়ে আছে কিন্তু ক্রমাগত সংকটে আবর্তিত হচ্ছে। সর্বশেষ আদালতের রায়ের প্রেক্ষিতে সরকার বেশ বেকায়দায় পড়েছে, এ থেকে উত্তরণের কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। ফলে সরকার ও সরকারী দলীয় নেতৃবৃন্দ উচ্চারণ করে যাচ্ছে তা খুবই ভয়ংকর, যা রাষ্ট্রের মর্যাটাকেই প্রশ্নবিদ্ধ করেছে।
আমরা আদালত নিয়ে কোন হীন রাজনীতি করতে চাইনা। কিন্তু দুখের সাথে বলতে চাই, সরকার আদালতের রায়ে হেরে গিয়ে প্রধান বিচারপতিকে বলছে তিনি নাকি মুক্তিযুদ্ধকালীন শান্তি কমিটির সদস্য ছিলেন। তাহলে আমার প্রশ্ন কেন আপনারা তাকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন?” বিদ্যমান সংবিধান যে অবস্থায় উপনীত হয়েছে তাতে আর কোন নির্দেশনা নেই। সুতারাং বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তন করা জরুরী।
মিঃ রব আরো বলেন, “আহা! খুব দুঃখ লাগে আমাদের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নিষ্ঠুর অত্যাচারে, অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। আমি জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছি আপনারা নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ান।
স্থানীয় কয়েকটি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি মন্ত্রী থাকাকালীন সময়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বহু উন্নয়ন করেছি। কিন্তু পরিবর্তিতে কোন সরকার আমাদের উন্নয়ন করা কোন কাজে নজর রাখেনি। আমরা রাস্তা-ঘাট, নদী তীর রক্ষা বাঁধ করেছি মানুষের ভোগান্তির জন্য নয়, কেউ আমাদের উন্নয়ন করা অবকাঠামো অপকর্মে চালু করে দিবে এর জন্য নয়।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, আগামি সংসদ নির্বাচনের আগে আমার উন্নয়ন করা সড়কটি এবং মৎস্য অবতরণ কেন্দ্র ফেরত দিন।” ৫ সেপ্টেম্বর, (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনার কূল ঘেঁষা মতিরহাটে “দেশের বেকার সমস্যা সমাধানে উপজেলা শিল্পাঞ্চল চালু করার দাবি” শীর্ষক উপজেলা যুব পরিষদ আয়োজিত চর কালকিনি ইউনিয়ন যুব পরিষদের কাউন্সিল ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিঃ রব এসব কথা বলেন।
যুব পরিষদ উপজেলা আহবায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসাইন, জেএসডি জেলা সভাপতি অধ্যক্ষ মনছুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নেতা- অধ্যক্ষ আবদুল
মোতালেব, শাহাদাত হোসেন নিরব, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও আবু নূর সেলিম, লোকমান হোসেন বাবলু, অধ্যাপক মাহবুবুর রহমান স্বপন, এবিএম বাবুল মুন্সি, মাকছুদুর রহমান মানিক, বোরহান উদ্দিন রোমান, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মিঠু, হান্নান হাওলাদার, শিব্বির মাহমুদ দেওয়ান, আজাদ উদ্দিন বিপ্লব, আবদুল্লাহ আল নোমান, আসিবুল ইসলাম রিয়াজ, হান্নান হাওলাদার প্রমুখ।
পাঠকের মন্তব্য