মটোমিস্ট অটোমোটিভ ক্লাবের রানার অটোমোবাইল পরিদর্শন

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির মটোমিস্ট অটোমোটিভ ক্লাবের সদস্যরা রানার অটোমোবাইল পরিদর্শন করেছেন। গত ১৯ আগস্ট ক্লাবের ৬০ জন শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে এ পরিদর্শন করেন। ভিজিটের আয়োজন করেন মটোমিস্টের প্রেসিডেন্ট মনজুর রহমান শাকিল। পরিদর্শন পর্বের শুরুতে রানার অটোমোবাইল সম্পর্কে ধারণা দেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ হুসাইন।

মটোমিস্ট অটোমোটিভ ক্লাবের সদস্যরা রানার ফ্যাক্টরির প্রেসিং শপ, ওয়েল্ডিং শপ, পেইন্টিং শপ, এ্যাসেম্বলি শপ এবং রিসার্স এন্ড ডেভেলপমেন্ট শপ পরিদর্শন করেন। এ পরিদর্শনের মাধ্যমে ক্লাবের শিক্ষার্থীরা একটি মটরসাইকেল তৈরীর শুরু থেকে শেষ সম্পর্কে ব্যবহারিক এবং কারিগরি বিষয়ে ধারণা পান। এম আই এস টির মেকানিক্যাল ডিপার্ট্মেন্টের পক্ষে উপস্থিত ছিলেন লে.কর্নেল শরিফুল ইসলাম, লে. কমান্ডার মাসুম এবং ক্যাপ্টেন সাকিব।

মটোমিস্টের প্রেসিডেন্ট মনজুর রহমান শাকিল একুশ শতককে বলেন, ’আমাদের ক্লাবে মুলত অটোমোটিভ বিষয়ে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক বিষয়ে কাজ করে থাকি। এছাড়া আমরা মটরসাইকেল নিয়ে বেশ কিছু প্রজেক্ট করেছি, স্মার্ট মোটরসাইকেল, সোলার বাইক ইত্যাদি। তাই রানারের এই ভিজিটের মাধ্যমে আমার ক্লাবের সদস্যরা কিভাবে একটি ইন্ডাস্ট্রিতে একটি মোটরসাইকেল তৈরী করা হয় তা সরাসরি পরিদর্শন করেছে যা পরবর্তীতে কোনো প্রজেক্ট তৈরী করার সময় সহায়ক ভুমিকা পালন করবে।’

সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০১৭, ০১:৫১
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন