স্টামফোর্ড ইউনিভার্সিটিতে স্টামফোর্ড ইয়েস আয়োজন করেছিল দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রতিযোগিতা। সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে তথ্যচিত্র প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এ সময় স্টামফোর্ড ইয়েস ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তথ্যচিত্র প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্টামফোর্ড ইয়েসের এডভাইজার মহসিনুল করিম, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোসামৎ ফজিলা খানম, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদিক, স্টামফোর্ড ইয়েসের টিম লিডার রাখিল খন্দকার প্রমুখ।
উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী তার বক্তব্যে বলেন, ‘স্টামফোর্ড ইয়েসের কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা সচেতন হলে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে এ দেশ থেকে দুর্নীতিকে ঝাটিয়ে বিদায় করা সম্ভব।’
দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রতিযোগিতায় সেরা তথ্যচিত্রের জন্য প্রথম স্থান অধিকার করেছেন রাখিল খন্দকার নিশান, ২য় স্থান লাভ করেছেন নাসির উদ্দিন, ৩য় স্থান লাভ করেছেন শুভ আল আসবান।
পাঠকের মন্তব্য