ক্ষুদিরাম স্মরণে কুইজ প্রতিযোগিতা

ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

বিপ্লবী ক্ষুদিরাম স্মরণে শিশু কিশোর মেলা দনিয়া শাখার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতার। গতকাল বিকাল তিনটায় নবারুন স্কুল এন্ড কলেজ এর হলরুমে ক্ষুদিরাম বসুর স্মরনেে এলাকার স্কুল গুলোর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সাথে ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ সাগর হোসেন সবুজ। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন জাকির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন শিশু কিশোর মেলার নগর সংগঠক রিয়াজ মাহমুদ ও মুক্তা বাড়ৈ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা হোসেন ইরা।

এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিল।আলোচনায় বক্তারা ক্ষুদিরাম বসুর বিপ্লবী জীবনের আদর্শ থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সকল সামজিক প্রতিকুলতা মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আগে “চারন সাংস্কৃতিক গোষ্ঠি” গান পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন আল মামুন। পরে বিজয়ীদের মাঝে পুস্কার বিতরন করা হয়।

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০১৭, ১১:২৬
সাগর হোসেন সবুজ
যাত্রাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন