জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের বহুল প্রচলিত এক শব্দযুগল। কল-কারখানা, বাড়িঘর থেকে ব্যবহৃত বিদ্যুৎ শক্তি ও অন্যান্য কারণে ব্যাপক হারে গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হচ্ছে। যার মধ্যে আছে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, মিথেন, ক্লোরো-ফ্লুরো-কার্বন, ওজোন ও অন্যান্য গ্যাস। এসব গ্যাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সর্বাধিক। পরিবেশ দূষণ ও গাছপালা কেটে ফেলার ফলেও গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অদূর ভবিষ্যতে মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে পৃথিবীর বহু জায়গা ডুবিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উপকূলীয় অঞ্চল সর্বাধিক ঝুঁকির মুখে রয়েছে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের মাটি প্রায় সর্বত্রই উর্বর। এখানে ঘাসের ওপর বীজ ছড়িয়ে দিলে ফসল জন্মে। কিন্তু একটি কথা মনে রাখা প্রয়োজন, যত উর্বরই হোক না কেন সঠিক পরিচর্যা, সময়োপযোগী সংরক্ষণ ব্যবস্থা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট কাজে মানুষের উৎসাহ না থাকলে কোনো কিছুই যেমন খুব উন্নত করা যায় না, তেমনি প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্যও উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ গ্রাম ও নদীবিস্তৃত হলেও আমাদের শহরগুলোতেও প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহার, পরিচর্যা ও কাজে লাগানোর যথেষ্ট সুযোগ আছে।
বাংলাদেশের সবুজায়নে বড় ধরনের ভূমিকা রাখা,পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গঠনে ভূমিকা রাখা আর জলবায়ুর সামগ্রিক ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশ (ডব্লিউজিবি)। ঢাকার চারপাশে একটি গ্রিন বেল্ট গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী এই সংগঠন। তরুণদের নিয়ে সবুজ দেশ গড়ার স্বপ্ন দেখা নিয়ে শুরু হওয়া এই সংগঠন কাজ করে যাচ্ছে লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য।দেশব্যাপী এই সংগঠনের মূল কাজ- পরিবেশ সুন্দর রাখা, জলবায়ু পরিবর্তনের হুমকি বিষয়ক জনসচেতণতা সৃষ্টি করা, বৃক্ষরোপণ কর্মসূচি,স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ উন্নয়নে ভূমিকা জানানো ও জনসচেতনতায় যুক্ত করা। তারই ধারাবাহিকতায় সবুজ নোয়াখালী গড়ার প্রত্যয় নিয়ে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও নোয়াখালী পৌর মেয়রের সার্বিক সহযোগীতায় পরিকল্পিতভাবে এক হাজার বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কস ফর গ্রীন বাংলাদেশ নোয়াখালী শাখা।
ইতিমধ্যেই মাঠ পর্যায়ের প্রাথমিক জরিপের কাজ শেষ করেছে সংগঠনটি।১৬ই আগস্ট এই বৃক্ষররোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে জানান সংগঠনটির নোয়াখালী জেলার প্রেস অ্যান্ড পাবলিকেশন্স চীফ গোলাম সারওয়ার রবিন।
পাঠকের মন্তব্য