হাতিয়ায় শোক দিবসে রাতুলের উদ্যোগে লক্ষাধিক লোকের ভোজের আয়োজন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় শোক দিবসে লক্ষাধিক লোকের ভোজের আয়োজন করেন শহীদ মোস্তফা আলী দুলালের ভাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য এমপি প্রার্থী শিল্পপতি মাহমুদ আলী রাতুল। উপজেলার চারটি স্থানে ৬০টি গরু মহিষ ও ছাগল দিলে এই বিশাল আয়োজন সম্পন্ন করা হয়।

এ উপলক্ষে সকালে রাতুলের নেতৃত্বে উপজেলা সদরে বিশাল শোক র‌্যালি বের করা হয়। এতে হাতিয়া উপজেলা, হাতিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোক র‌্যালি শেষে চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ অধ্যাপক ওয়ালী উল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চরকিং ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, হাতিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদ, সমাজকর্মী এডভোকেট ফজলে আজিম তুহিন, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরল ইসলাম, চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদ, সুখচরের চেয়ারম্যান কামাল উদ্দিন, নলচিরার চেয়ারম্যান হুমায়ুন কবির বাবলু, নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন, জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম সিরাজ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ আলী রাতুল বলেন, ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদকে প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। হাতিয়াবাসীকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০১৭, ০১:০১
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন