স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসির সাথে স্টামফোর্ড ইয়েসের সৌজন্য সাক্ষাৎ

ভিসির সাথে স্টামফোর্ড ইয়েসের সৌজন্য সাক্ষাৎ
ভিসির সাথে স্টামফোর্ড ইয়েসের সৌজন্য সাক্ষাৎ
ভিসি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী বলেন, ‘স্টামফোর্ড ইয়েস এর কার্যক্রম সম্পর্কে জেনে আমি খুশি হয়েছি। আমি নিজেও ছাত্র থাকাকালীন বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আপনারা ইতিবাচক সমাজ পরিবর্তনের জন্য কাজ করুন, আমি আপনাদের সাথে থাকবো।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যারয়ের নব নিযুক্ত ভিসি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টামফোর্ড ইয়েস গ্রুপের সদস্যরা। মঙ্গলবার (০৮ আগস্ট) বিকাল ৫টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ইয়েস গ্রুপের সদস্যরা এ সাক্ষাৎ করেন। তারা নব নিযুক্ত ভিসি অধ্যাপক মুহাম্মাদ আলী নকীকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভিসি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী বলেন, ‘স্টামফোর্ড ইয়েস এর কার্যক্রম সম্পর্কে জেনে আমি খুশি হয়েছি। আমি নিজেও ছাত্র থাকাকালীন বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আপনারা ইতিবাচক সমাজ পরিবর্তনের জন্য কাজ করুন, আমি আপনাদের সাথে থাকবো।’

এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্টামফোর্ড ইয়েসের এডভাইজার মহসিনুল করিম, স্টামফোর্ড ইয়েসের টিম লিডার রাখিল খন্দকার, ডেপুটি টিম লিডার শতাব্দী পাল, ইয়েস সদস্য নাসির উদ্দিন, হাসান মিলু, ছাইফুল ইসলাম মাছুম প্রমুখ।

উল্লেখ্য, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের বিশিষ্ট আর্কিটেক্ট অধ্যাপক মুহাম্মাদ আলী নকী । তিনি আগামি ৪ (চার) বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক এই পদে নিয়োগ পান। অধ্যাপক মুহাম্মাদ আলী নকী ১৯৮০ সালে এসএসসি এবং ১৯৮২ সালে এইচএসসি-তে প্রথম বিভাগে উত্তীর্ন হন। তিনি ১৯৮৯ সালে বুয়েট এর আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ২০০৪ সালে বুয়েট থেকে একই ডিপার্টমেন্টে এম. আর্ক ডিগ্রী অর্জন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০০১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়ীত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ন ভবনের ডিজাইনার। তাঁর অসংখ্য গবেষণা রয়েছে এবং বিভিন্ন জার্নালে তাঁর আর্টিকেল গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। তিনি সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এর স্থলাভিসিক্ত হলেন।

সর্বশেষ আপডেট: ৮ আগস্ট ২০১৭, ২১:০৪
ডেস্ক রিপোর্ট

সর্বশেষ আপডেট


বিনোদন