লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙ্গনে উপজেলার জনগুরুত্বপূর্ণ ১৩টি বাজার এবং ঐতিহ্যবাহী শত বছরেরও পুরানো বহু মসজিদ হারিয়ে গেছে। এতে ঐ জনপদটি বর্তমানে বিপন্নতার অন্ধকারে, হাহাকার করছে বাস্ত্যুচূত অসহায় মানুষগুলো। বিপন্ন উপকূলের মানুষের বহু স্বপ্ন বহু আশা, তিল তিল করে গড়া সম্পদ এখন যেন সর্বনাশা!
মেঘনার রাক্ষুসে কবলে পড়ে যে বাজারগুলো বর্তমানে নদীগর্ভে সেগুলো হলো:- সাহেবেরহাট বাজার, কাদিরপন্ডিতের হাট, হাজিগঞ্জ, তালতলি, পাটোয়ারীরহাট, লুধুয়া বাজার, আজু বেপারীরহাট, গোয়াল মার্কেট, বাংলা বাজার, নতুন সাহেবেরহাট, মাতাব্বরহাট, নতুন তালতলি, জনতা বাজার। এছাড়াও বহু বাজার এখনো মেঘনার রাক্ষুসে হানার হুমকিতে।
অন্যদিকে, একের পর এক মসজিদ বিলীন হতে হতে অসংখ্য মসজিদ হারিয়ে যাচ্ছে। বিশেষ করে শত বছরের দু’টি ঐতিহ্যবাহী মসজিদ।
সম্প্রতি ভেঙ্গেছে কাদিরপন্ডিতের হাট জামে মসজিদ এবং বর্তমানে ভাঙ্গন কবলিত চর কালকিনি নাছিরগঞ্জের একটু দক্ষিণে হাজী সায়েদুল্লাহ মাঝীর জামে মসজিদ।
নদী ভাঙ্গন রোধে সরকারের বরাদ্ধকৃত কাজ দ্রুত সেনাবাহিনী দ্বারা শুরু না হলে আরো বহু মানুষকে ভিটে-মাটি হারাতে হবে বলে জানান এলাকাবাসী।
পাঠকের মন্তব্য