লক্ষ্মীপুরের কলেজ রোডের বেহালদশা, সীমাহীন দুর্ভোগে পড়ুয়ারা

লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সামাদ মোড়-লক্ষ্মীপুর সরকারি কলেজ পর্যন্ত কলেজ রোডটি দীর্ঘ দিন ধরে মাত্রাধিক বিপজ্জনক হয়ে পড়েছে। এতে করে সড়কটি ক্ষত-বিক্ষত, খানাখন্দে ভরে বহু আগ থেকেই চলাচলের অনুপযোগী। সড়কটির পাশে কেবল কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস রয়েছে তা নয়! সেখানে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন (পিটিআই) কেন্দ্র অবস্থিত।

এছাড়াও জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুলের পড়ুয়ারা ও কেজি স্কুলগুলোর খুদে শিশু শিক্ষার্থীরাসহ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরের মানুষজনও। সড়কটির জেলা শিক্ষা অফিসের সামনে, পিটিআইমোড় ও সামাদ মোড়ের সামনে বড় বড় গর্ত চোখে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যা চরম দুর্ভোগে পেলে দেয় সড়কটি দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ মানুষদের।

কিন্তু বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়কটির সংস্কারের দাবি জানিয়েও এর কোন সুফল মিলছেনা!
এ সম্পর্কে লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির আনোয়ার হোসেন মঞ্জু, মাহমুদুল হাসান লাতু, মোঃ শাহাদাত হোসেন শাওন, সুমি আক্তার, জান্নাতুল মাওয়া, নাজমুল ইসলাম তুসার, আশিকুর রহমান, আহমেদ রেদোয়ানসহ অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যে সড়কটি দিয়ে এত হাজার হাজার ছাত্র/ছাত্রীরা শিক্ষাঙ্গনে যাচ্ছে আলোকিত হওয়ার জন্য। কিন্তু সে সড়কটির এমন বিপন্ন দৃশ্য যে আমাদের অসহ্য যন্ত্রণায় ভুগতে হচ্ছে। প্রতিদিন যথাসময়ে শ্রেণি কার্যক্রমে পৌঁছতে পারছিনা। তাছাড়া বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত পানি থাকে সড়কের বড় গর্তগুলোতে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান বলেন, ” মাত্রাধিক ঝুঁকিপূর্ণ সড়কটির বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করেছি।
আমাকে পৌর মেয়র আশ্বাস দিয়েছেন সড়কটির সংস্কার করা হবে। আমি আশারাখি, বেহাল সড়কটির দ্রুত সঠিক সংস্কার করে আমাদের শিক্ষক, অফিসার, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের দুর্ভোগ নিরসনে পৌর কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”

সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০১৭, ২০:৫০
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন