চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার সময়সূচী পরিবর্তনের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনের ভর্তি পরিক্ষার সময়সূচী পরিবর্তনের জন্য ভিসিকে স্মারকলিপি দিয়েছে সাধারন শিক্ষার্থীরা।আজ ৩রা আগষ্ট বেলা সাড়ে এগারোটার সময় তারা ভিসির সাথে সাক্ষাৎ করে তাদের দাবির কথা জানান।২০১৭-১৮ সেশনের ভর্তি পরিক্ষার সময়সূচীতে দেখা যাচ্ছে যে একই তারখে চবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার দিন ধার্য্য রয়েছে।

চবির ভর্তি পরিক্ষা অনুষ্টিত হবে ২২-২৬ অক্টোবর আর রাবির সময়সূচীততে দেখা যায় যে ২২-৩০ নির্ধারন করা হয়েছে।এতে অনেক শিক্ষার্থীরা একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে হচ্ছে।যা কোনভাবেই সম্ভব নই। এর ফলে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। আন্দোলন কারিদের একজন আজাদুর রহমান বলেন ‘এই সময়সূচীরর ফলে অনেক জেলার শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা থেকে বঞ্চিত হবে।যা তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে বলে আমরা মনে করছি।

এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন ‘আমরা দুই তিন দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের সাথে কথা বলে এই ব্যাপারে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌছাতে পারব।এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন কারীরা ভিসি কে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরুধ জানান।

সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০১৭, ২০:১০
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন