রাজধানীর দনিয়ায় ব্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

দনিয়ায় ব্যান্ড ফেস্টিভ্যাল
দনিয়ায় ব্যান্ড ফেস্টিভ্যাল

রাজধানীর দনিয়ার উদীয়মান ব্যন্ডদলগুলোকে নিয়ে” মধ্যবিত্ত”নামক ব্যান্ডদল এ.কে স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজন করে এক জমকালো ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান “Band fest 2017″।এতে দনিয়ার ১২টি ব্যান্ডদল গান পরিবেশন করে।

ব্যন্ডদলগুলো হলো:অক্সিজেন,Aungshik,About Dark,Phebose,Skeptic,মধ্যবিত্ত,Silence of Sorrow, Koishor,Violence,Panic,Osrubindu,Rongdhonu।

আয়োজক ব্যান্ড ‘মধ্যবিত্ত’র ভোকালিস্ট সাজ্জাদ হোসেন বলেন “সকলের মধ্যে ননকমার্শিয়ালভাবে ব্যান্ডসঙ্গীত এর আমেজ পৌছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।আর নতুন যারা ব্যান্ড দল গঠন করেছে তাদের জন্য একটা প্লাটফরম হিসেবে কাজ করবে আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানটি সর্বসাধারনের জন্য উম্মুক্ত ছিল।

সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭, ২২:০৮
সাগর হোসেন সবুজ
যাত্রাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন