মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ২৬ জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয় পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম সক্রিয় ভাবে অংশ নেয়।
বুধবার সকালে স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সদস্যরা প্রবল বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পরে র্যালী করে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয়। স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সভাপতি রাখিল খন্দকার একুশ শতককে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলনে ঝড় বৃষ্টি কোন বাঁধা হতে পারে না। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে আমরা সব সময় মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার থাকবো।’
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ জনগণই যুব সমাজ। শুধু বল প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা-সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য ড. অরূপ রতন চৌধুরী ও এডভোকেট আবদুল বাসেত মজুমদার প্রমুখ।
পাঠকের মন্তব্য