রাজধানীর দনিয়ার ‘বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ’এর ভিতরে পানি জমে বন্ধ রয়েছে নিয়মিত পাঠদান ও পরীক্ষা। সরেজমিনে দেখা গেছে গত দুইদিনের বৃষ্টির পানিতে বিদ্যালয়ের মাঠ এবং কয়েকটি শ্রেনীকক্ষ তলিয়ে গেছে।এই কারনে বিদ্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে ষষ্ঠও সপ্তম শ্রেনীর অর্ধবাষিকী ও দশম শ্রেনীর প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচী পিছানো হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মোঃ আজাদুল ইসলাম একুশ শতককে বলেন “যেহেতু বিদ্যালয়ে পানি জমেছে তাই আমরা তাৎক্ষনিকভাবে নিয়মিত ক্লাস বন্ধ ঘোষনা করেছি ও পরীক্ষাগুলো পিছিয়েছি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে বুধবারের পরীক্ষা শনিবার ও বৃহঃবারের পরীক্ষা রবিবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।”
পরীক্ষা পিছানোর বিষয়টি সকল ছাত্রছাত্রীরা না জানার কারনে অনেকে শিক্ষার্থীকেই বিদ্যালয়ের গেটে এসে ফিরে যেতে দেখা যায়। বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী সিফাত খান অভিযোগ করে বলেন “প্রায় প্রতিবছর বর্ষার সময়ে দুই-তিনদিন বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। আর আগে থেকে না জানার কারনে কষ্ট করে বিদ্যালয়ে এসেও ফিরে যেতে হয়।”
পাঠকের মন্তব্য