নুহাশ পল্লীতে স্টামফোর্ড সাহিত্য ফোরাম

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী (১৯ জুলাই) উপলক্ষে স্টামফোর্ড সাহিত্য ফোরাম গত ২১ তারিখে শ্রন্ধা নিবেদন করেন নুহাশ পল্লী লেখকের সমাধিতে ।

ফুলেল শ্রদ্ধা শেষে, সমাধির সামনে হুমায়ূন আহমেদের স্মরণে নীরবতা পালনা করা হয় । এই সময় সাহিত্য ফোরামের কনভেনার মো মোকারম হোসেন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নুহাশ পল্লী পুরাটা ঘুরে দেখেন ফোরামের সদস্যরা। হুমায়ূন আহমেদ কে নিয়ে একটা পাঠচক্র করেন। তার পর হুরমায়ূন আহমেদ গান ,গল্প নিয়ে এক সাঙ্কেতিক অনুষ্ঠান হয় ,এইতে যারা ভালো করেন তাদের কে পুরস্কার হিসেবে দেওয়া হুমায়ূন আহমেদের বিভিন্ন লেখা বই ।

পুলক বিহারী বলেন, হুয়মায়ূন স্যারের নুহাশ পল্লী এসে আজ আমি খুবই ধন্য মনে করছি নিজিকে, সাথে যদি থাকে সাহিত্য প্রেমীরা তাহলে তো কনো কথা নাই । স্যারের লেখা পড়া হয়, এখানে আজ আসতে পারে অনেক ভালো লাগছে ।

সর্বশেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭, ২০:২২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন